মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৭৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আলী (রা) সহ রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক সত্যের আনুকূল্য ও মিথ্যার অপণোদন কল্পে কাবা শরীফে রক্ষিত কুরাইশদের মূর্তিসমূহ ভাংচুর করা
(৭৮) আলী (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, কাবা শরীফের অভ্যন্তরে অনেক মূর্তি ছিল; আমি রাসূলুল্লাহকে (ﷺ) বহন করতে চাইলাম, কিন্তু আমি তাঁকে বহন করতে সক্ষম হলাম না। সুতরাং তিনি আমাকে বহন করে (উপরের দিকে) উঠালেন; আর আমি মূর্তিগুলো কাটতে লাগলাম। আমার মনে হচ্ছিল, আমি চাইলে আকাশ স্পর্শ করতে পারবো।
(এটি পূর্ববর্তী হাদীসের সংক্ষিপ্ত রূপ। এটিও বর্ণনা করেছেন হাইছামী, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার)
(এটি পূর্ববর্তী হাদীসের সংক্ষিপ্ত রূপ। এটিও বর্ণনা করেছেন হাইছামী, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى تكسيره صلى الله عليه وسلم الأصنام التى كانت لقريش على الكعبة مع على رضي الله عنه انتصارًا للحق وازهاقا للباطل
وعنه أيضا قال كان على الكعبة أصنام فذهبت لأحمل رسول الله صلى الله عليه وسلم فلم استطع فحملني فجعلت أقطعها ولو شئت لنلت السماء