মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৭৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আলী (রা) সহ রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক সত্যের আনুকূল্য ও মিথ্যার অপণোদন কল্পে কাবা শরীফে রক্ষিত কুরাইশদের মূর্তিসমূহ ভাংচুর করা
(৭৭) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদা) আমি ও রাসূলুল্লাহ্ (ﷺ) একত্রে অগ্রসর হতে হতে কাবা শরীফের সম্মুখে এসে উপস্থিত হলাম। রাসূল (ﷺ) আমাকে বললেন, বস। (আমি বসলাম) তিনি আমার কাঁধে চড়লেন। আমি তাঁকে নিয়ে উঠে দাঁড়াতে উদ্যত হলাম; কিন্তু তিনি আমার শারীরিক দুর্বলতা ধরতে পারলেন। তাই তিনি (আমার কাঁধ থেকে) নেমে আসলেন। এবার নবী (ﷺ) নিজে বসলেন এবং আমাকে বললেন, তুমি আমার কাঁধে ওঠ। সুতরাং আমি তাঁর (নির্দেশে) কাঁধে উঠলাম। তিনি আমাকে নিয়ে উঠে দাঁড়ালেন। আমার মনে হচ্ছিল আমি যেন চাইলে আকাশের দিগন্ত স্পর্শ করতে পারি। যাহোক, আমি কাবা গৃহের উচ্চতায় উঠে তাতে প্রবেশ করলাম, সেখানে ছিল পিতল অথবা তামার মূর্তি। আমি ওর ডানে-বামে, সম্মুখে ও পেছনে আঘাত করার চেষ্টা করতে থাকলাম। শেষপর্যন্ত আমি মূর্তির পতন ঘটাতে সক্ষম হলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, ওটা নিক্ষেপ করে ফেলে দাও। আমি নিক্ষেপ করলাম; সেটি কাঁচের বোতলের ন্যায় ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। এরপর আমি নেমে আসলাম। অতৎপর আমি ও রাসূল (ﷺ) দ্রুত সেখান থেকে প্রস্থান করে বাড়িঘরের আঁড়ালে চলে গেলাম, যেন কেউ আমাদের দেখতে না পায়।
(হাইছামী, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার।)
(হাইছামী, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى تكسيره صلى الله عليه وسلم الأصنام التى كانت لقريش على الكعبة مع على رضي الله عنه انتصارًا للحق وازهاقا للباطل
عن على رضى الله عنه قال انطلقت أنا والنبى صلى الله عليه وسلم حتى أتينا الكعبة فقال لى رسول الله صلى الله عليه وسلم اجلس وصعد على منكبى فذهبت لأنهض به فرأى منى ضعفا فنزل وجلس بنى الله صلى الله عليه وسلم وقال اصعد عل منكبى قال فصعدت على منكبه قال فنهض بى قال فانه يخيل الى أنى لو شئت لنلت أفق السماء حتى صعدت على البيت وعليه تمثال صفر أو نحاس فجعلت أزاوله عن يمينه وعن شماله وبين يديه ومن خلفه حتى إذا استمكنت منه قال رسول الله صلى الله عليه وسلم اقذف به فقذفت به فتكسر كما تنكسر القوارير ثم نزلت فنطلقنا انا ورسول الله صلى الله عليه وسلم نستبق توارينا بالبيوت خشية أن يلقانا أحد من الناس