মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৭৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল (ﷺ) কর্তৃক বনূ আবদুল মুত্তালিবকে বিশেষভাবে দা'ওয়াত দেওয়া এবং তাদের প্রতি বিশেষ করুণাবশতঃ নবুয়তের প্রমাণস্বরূপ কিছু নিদর্শন প্রদর্শন। কেননা তারাই ছিল তাঁর সবচেয়ে আপনজন। কিন্তু তারা তাঁর দাওয়াত কবুল করেনি
(৭৬) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা আবদুল মুত্তালিবের বংশধরদের দাওয়াত করলেন, তাদের প্রত্যেকেই একটি (চার বছরের) উট খেতে পারত এবং এক ফারক (বৃহৎ গামলা বিশেষ) পানি পান করতে পারত। এক মুদ্দ (আনুমানিক এক সের) পরিমাণ খাবার তৈয়ার করা হলো এবং সবই সেখান থেকে খাবার গ্রহণ করে পরিতৃপ্ত হলো। রাবী বলেন, কিন্তু খাবার যে পরিমাণ ছিল সেই পরিমাণই অবশিষ্ট থেকে গেল; মনে হলো যেন কেউ তা স্পর্শই করেনি। এরপর ছোট একটি পেয়ালা হাজির করা হলো। সবাই তা থেকে পরিতৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করলো, কিন্তু তারপরও তা সেই রকমই অবশিষ্ট রইল, যেন কেউ তা স্পর্শ করেনি অথবা পান করেনি। তখন রাসূল (ﷺ) বললেন, হে বনূ আবদুল মুত্তালিব, আমাকে প্রেরণ করা হয়েছে বিশেষকরে তোমাদের জন্য; এবং সাধারণভাবে অন্য মানুষের জন্য। তোমরা এই নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করলে! সুতরাং তোমাদের মধ্যে কে আছ, যে আমার হাতে বাইয়াত হয়ে আমার ভাই ও সহযোগী হবে? রাবী বলেন, কেউ উঠে দাঁড়াল না। কেবল আমি উঠে দাঁড়ালাম এবং তাঁর আহ্বানে সাড়া দিলাম। অথচ আমি ছিলাম তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট। রাসূল (ﷺ) আমাকে বললেন, বস্ এইভাবে তিনি তিন তিন বার আহ্বান জানালেন। প্রত্যেকবার কেবল আমি তাঁর আহ্বানে সাড়া দিয়ে দাঁড়ালাম; প্রতিবারই আমাকে তিনি বসতে বললেন। তৃতীয়বার তিনি তাঁর হাত আমার হাতে সজোরে রাখলেন।
(হাইছামী, বাযযার, আহমদ ও তাবারনী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى تخصيصه صلى الله عليه وسلم بني عبد المطلب بدعوة ليريهم بعض الآيات الدالة على نبوته رحمة بهم لانهم أقرب الناس اليه فلم يستجيبوا له
عن على رضي الله عنه قال جمع رسول الله صلى الله عليه وسلم او دعا رسول الله صلى الله عليه وسلم بنى عبد المطلب فيهم رهط كلهم يأكل الجذعة ويشرب الفرق قال فصنع لهم مدا من طعام فأكلوا حتى شبعوا، قال وبقى الطعام كما هو كأنه لم يمس ثم دعا بغمر فشربوا حتى رووا وبقى الشراب كانه لم يمس أو لم يشرب: فقال يا بنى عبد المطلب انى بعثت لكم خاصة والى الناس بعامة وقد رأيتم من هذه الأية ما رأيتم فأيكم يبايعنى على أن يكون أخى وصاحبى؟ قال فلم يقم اليه أحد، قال فقمت اليه وكنت أصغر القوم قال فقال أجلس قال ثلاث مرات كل ذلك أقوم اليه فيقول لى اجلس حتى كان فى الثالثه ضرب بيده على يدى
tahqiqতাহকীক:তাহকীক চলমান