মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৭৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কুরাইশদের একগুঁয়েমী, নিদর্শন দাবী, বিদ্বেষ ও মানবতার নেতা (ﷺ)-কে হত্যার ষড়যন্ত্র
(৭৫) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, (একদা) কুরাইশ নেতৃবৃন্দ কা'বা শরীফের হিজরের কাছে সমবেত হয়ে লাত, 'উয্যা, মানাত (তৃতীয় আরেকটি মূর্তি), নায়েলা ও ইসাফের নামে এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে, যদি আমরা মুহাম্মদকে (ﷺ) দেখতে পাই, তবে আমরা একত্রিত (সম্মিলিত) হয়ে তাকে পাকড়াও করবো এবং তাকে হত্যা না করে ছাড়বো না। তাঁর কন্যা ফাতিমা (রা) কাঁদতে কাঁদতে তাঁর কাছে এসে বললেন, কুরাইশের ঐসব সর্দাররা আপনাকে নিয়ে প্রতিজ্ঞা করেছে যে, যদি তারা আপনাকে দেখতে পায়, তবে তারা সম্মিলিতভাবে আপনাকে হত্যা করবে। তাদের প্রত্যেকেই আপনার রক্তপণের ব্যাপারে তাদের হিস্সা নির্ধারণ করে ফেলেছে। তখন রাসূল (ﷺ) বললেন, বেটি, তুমি ওযুর পানি নিয়ে এসো। তারপর তিনি ওযু করলেন। ওযু শেষে রাসূল (ﷺ) তাদের সম্মুখেই মসজিদে প্রবেশ করলেন। তারা তাঁকে দেখতে পেয়ে বলে উঠলো, এই তো সে এবং তাদের দৃষ্টি অবনত হয়ে গেল, তাদের চিবুক বুকে ঠেকলো এবং তাদের বসার স্থলে তারা জড়োসড়ো হয়ে গেল। তাদের কেউ আর দৃষ্টি উত্তোলন করতে পারলো না এবং তাঁর দিকে অগ্রসর হতে পারলো না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের মাথার কাছে এগিয়ে আসলেন এবং এক মুষ্টি মাটি হাতে তুলে নিলেন। তিনি বললেন, চেহারাসমূহ ধ্বংস হোক। এরপর বালুকারাজি ছড়িয়ে দিলেন। আর সেই বালুকণা যাকেই স্পর্শ করেছে, তারা সবাই বদরের যুদ্ধে কাফির অবস্থায় নিহত হয়েছে।
(আহমদ। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ।)
(আহমদ। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعنت قريش فى طلب الآييات واصرارهم على العناد وتآمرهم على قتل سيد العباد صلى الله عليه وسلم
عن ابن عباس أن الملأ من قريش اجتمعوا فى الحجر فتعاقدوا باللات والعزى ومناة الثالثة الأخرى ونائلة وإساف لو قد رأينا محمدا لقد قمنا اليه قيام رجل واحد فلم نفارقه حتى نقتله، فاقبلت ابنته فاطمة (رضي الله عنها) تبكى حتى دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت هؤلاء الملأ من قريش قد تعاقدوا عليك لو قد رأوك لقد قاموا اليك فقتلوك فليس منهم رجل الا قد عرف نصيبه من دمك، فقال يا بنية أرينى وضوءا فتوضأ ثم دخل عليهم المسجد، فلما رأوه قالوا ها هو ذا وخفضوا أبصارهم وسقطت أذقانهم فى صدورهم وعقروا فى مجالسهم فلم يرفعوا اليه بصرا ولم يقم اليه رجل، فأقبل رسول الله صلى الله عليه وسلم حتى قام على رءوسهم فأخذ قبضة من التراب فقال شاهت الوجوه ثم حصبهم بها فما أصاب رجلا منهم من ذلك الحصى حصاة الا قتل يوم بدر كافرا