মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৭৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কুরাইশদের একগুঁয়েমী, নিদর্শন দাবী, বিদ্বেষ ও মানবতার নেতা (ﷺ)-কে হত্যার ষড়যন্ত্র
(৭৪) ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, কুরাইশরা নবী (ﷺ) কে বললো, আপনি আপনার রবের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য সাফা পাহাড়কে সোনায় পরিণত করেন। তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো। রাসূল (ﷺ) বললেন, ঠিক তো? তারা বললো, হ্যাঁ। তখন রাসূল (ﷺ) আল্লাহর কাছে দোয়া করলেন। পরক্ষণে জিব্রীল (আ) আগমন করলেন এবং বললেন, আপনার রব আপনার প্রতি সালাম (রহমত) পাঠ করেছেন এবং বলছেন, আপনি যদি চান, তবে আমি সাফা পাহাড়কে সোনা বানিয়ে দিব। কিন্তু এরপর যদি কেউ কুফরী করে, তবে আমি তাকে এমন শাস্তি প্রদান করবো, যা পৃথিবীর অন্য কাউকে দেইনি। পক্ষান্তরে আপনি যদি চান, তো তাদের জন্য তওবা ও রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। তখন রাসূল (ﷺ) বললেন, বরং তওবা ও রহমতের দরজাই উত্তম।
(হাইছামী, আহমদ; বাযযারও অনুরূপ বর্ণনা করেছেন।)
(হাইছামী, আহমদ; বাযযারও অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعنت قريش فى طلب الآييات واصرارهم على العناد وتآمرهم على قتل سيد العباد صلى الله عليه وسلم
عن ابن عباس قال قالت قريش للنبى صلى الله عليه وسلم ادع لنا ربك أن يجعل لنا الصفا ذهبا ونؤمن بك، قال وتفعلون، قالوا نعم قال فدعا فأتاه جبريل فقال ان ربك عز وجل يقرأ عليك السلام ويقول ان شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر بعد ذلك منهم عذبته عذابا لا أعذبه احدا من العالمين، وان شئت فتحت لهم أبواب التوبة والرحمة قال بل باب التوبه والرحمة