মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৭৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কুরাইশদের একগুঁয়েমী, নিদর্শন দাবী, বিদ্বেষ ও মানবতার নেতা (ﷺ)-কে হত্যার ষড়যন্ত্র
(৭৩) জুবাইর ইবন মুত'ইম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। অর্থাৎ দুই টুকরায় বিভক্ত হয়ে এক টুকরা এই পাহাড়ের উপর আর অন্য টুকরাটি ওই পাহাড়ের উপর চলে যায়। তখন তারা (মুশরিকরা) বলাবলি করল, মুহাম্মদ (ﷺ) আমাদের যাদু করেছেন। (কিন্তু অপর দল) বললো, না, তিনি আমাদেরকে যাদুগ্রস্ত করতে পারলেও তাঁর পক্ষে সকল মানুষকে যাদু করা সম্ভব নয়।
(বায়হাকী ও ইব্ন জারীর)
(বায়হাকী ও ইব্ন জারীর)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعنت قريش فى طلب الآييات واصرارهم على العناد وتآمرهم على قتل سيد العباد صلى الله عليه وسلم
عن جبير بن مطعم قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فصار فرقتين فرقة على هذا الجبل وفرقة على هذا الجبل، فقالوا سحرنا محمد، فقالوا ان كان سحرنا فانه لا يستطيع أن يسحر الناس كلهم