মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৬৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবীকে (ﷺ) কুরাইশ কর্তৃক গালি ও আঘাত প্রদান এবং দুর্বল মুসলিমদের প্রতি তাদের উৎপীড়ন
(৬৯) সুলাইমান ইব্‌ন যিয়াদ আল-হাদরমী বর্ণনা করেন। আবদুল্লাহ্ ইবল হারিছ আল-যুবাইদী তাঁকে বলেছেন যে, তিনি কোথাও যেতে যেতে দেখতে পান যে, আয়মানে তাঁর বন্ধু ও কতিপয় কুরাইশী যুবক তাদের পরনের ইযার খুলে গোল করে খেলনা বানিযে তারা উলঙ্গাবস্থায় পরস্পরের প্রতি নিক্ষেপ করছে। আবদুল্লাহ্ বলেন, আমরা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তারা বললো, এরা হচ্ছে খ্রীস্টান- আলিম; এঁদের কথা ছাড়ো। (স্পষ্টতঃ বোঝা যাচ্ছে-তাদের বক্তব্য ছিল বিদ্রূপাত্মক)। এরপর রাসূল (ﷺ) আগমন করলেন। তারা তাঁকে দেখতে পেয়ে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। রাসূল রাগান্বিত অবস্থায় ফিরে আসলেন এবং (হুজরায়) প্রবেশ করলেন। আমি হুজরার পেছনে (দাঁড়িয়ে) ছিলাম। শুনতে পেলাম তিনি বলছেন, সুবহানাল্লাহ, না এরা আল্লাহকে লজ্জা পেল, আর না তাঁর রাসূল থেকে নিজেদের আবৃত করলো। উম্মু আয়মান (রা) তথায় উপস্থিত ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্, আপনি ওদের জন্য দোয়া (ইস্তিগফার) করুন। আবদুল্লাহ্ বলেন, রাসূল (ﷺ) তাদের জন্য ইস্তিগফার করেননি।
(আহমদ, বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعذيبهم المستضعفين وضربهم للنبى صلى الله عليه وسلم وسبه
عن سليمان بن زياد الحضرمى أن عبد الله بن الحرث بن جزء الزبيدى حدثه أنه مر وصاحب له بأيمن وفئة من قريش قد حلوا أزرهم فجعلوها مخاريق يجتلدون بها وهم عراة، قال عبد الله فلما مررنا بهم قالوا ان هؤلاء قسيسون فدعوهم، ثم إن رسول الله صلى الله عليه وسلم خرج عليهم فلما أبصروه تبددوا فرجع رسول الله صلى الله عليه وسلم مغضبا حتى دخل، وكنت أنا وراء الحجرة فسمعته يقول سبحان الله لا من الله استحيوا ولا من رسوله استتروا، وأم أيمن عنده تقول استغفر لهم يا رسول الله قال عبد الله فبلأى مما استغفر لهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৯ | মুসলিম বাংলা