মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৬৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবীকে (ﷺ) কুরাইশ কর্তৃক গালি ও আঘাত প্রদান এবং দুর্বল মুসলিমদের প্রতি তাদের উৎপীড়ন
(৬৮) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জিব্রীল (আ) আল্লাহর রাসূলের (ﷺ) কাছে আগমন করলেন। তিনি (মুহাম্মদ সা.) তখন দুশ্চিন্তাগ্রস্ত পেরেশান অবস্থায় উপবিষ্ট ছিলেন। তাঁর শরীর রক্তরঞ্জিত। মক্কার কিছু লোক তাঁকে আঘাত করেছে। জিব্রীল (আ) এসে জিজ্ঞেস করলেন, আপনার কী হয়েছে? রাসূল (ﷺ) উত্তরে বললেন, ওরা আমার সাথে এই ব্যবহার করেছে। জিব্রীল (আ) বললেন, আমি কি আপনাকে একটি নিদর্শন দেখাতে পারি? তিনি বললেন, হ্যাঁ। জিব্রীল (আ) তখন উপত্যকার পেছনে একটি বৃক্ষের দিকে দৃষ্টিপাত করলেন এবং নবীকে (ﷺ) বললেন, ওই বৃক্ষটিকে ডাক দিন। তিনি ডাক দিলেন, বৃক্ষটি হেঁটে হেঁটে এসে তাঁর সম্মুখে দণ্ডায়মান হলো। জিব্রীল (আ) বললেন, এবার নির্দেশ করুন সে পূর্বাবস্থায় ফিরে যাক। রাসূল (ﷺ) নিদেশ দিলেন, বৃক্ষটি তার স্বস্থানে ফিরে গেল। তখন রাসূল (ﷺ) বললেন, যথেষ্ট হয়েছে।
(আহমদ ও বাযযার। বর্ণনাকারীগণ বুখারী ও মুসলিমের বর্ণনাকারীদের ন্যায়।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعذيبهم المستضعفين وضربهم للنبى صلى الله عليه وسلم وسبه
عن أنس بن مالك قال جاء جبريل إلى النبى صلى الله عليه وسلم ذات يوم وهو جالس حزينا قد خضب بالدماء ضربه بعض أهل مكة، قال فقال له مالك؟ قال فقال فعل بى هؤلاء وفعلوا، قال فقال له جبريل أتحب أن أريك آية؟ قال نعم، قال فنظر الى شجرة من وراء الوادى فقال ادع بتلك الشجرة، فدعاها فجاءت تمشي حتى قامت بين يديه، فقال مرها فلترجع، فأمره فرجعت الى مكانها فقال رسول الله صلى الله عليه وسلم حسبى
tahqiqতাহকীক:তাহকীক চলমান