মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৬৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবীকে (ﷺ) কুরাইশ কর্তৃক গালি ও আঘাত প্রদান এবং দুর্বল মুসলিমদের প্রতি তাদের উৎপীড়ন
(৬৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা কি দেখতে পাচ্ছ না (আশ্চর্যান্বিত হচ্ছনা)! কীভাবে আমার উপর থেকে কুরাইশদের নিন্দাবাদ ফিরানো হচ্ছে? তারা আমাকে অভিশাপ দিচ্ছে মন্দ বলে; গালি দিচ্ছে খারাপ বলে, অথচ আমি মুহাম্মদ (প্রশংসিত বা নন্দিত; নিন্দিত নই)।
(বুখারী ও নাসাঈ। হাদীসটি গরীব।)
(বুখারী ও নাসাঈ। হাদীসটি গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعذيبهم المستضعفين وضربهم للنبى صلى الله عليه وسلم وسبه
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ألا تعجبوا كيف يصرّف عنى شتم قريش، كيف يلعنون مذمما ويشتمون مذمما وانا محمد