মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৬৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবীকে (ﷺ) কুরাইশ কর্তৃক গালি ও আঘাত প্রদান এবং দুর্বল মুসলিমদের প্রতি তাদের উৎপীড়ন
(৬৬) সালিম ইব্‌ন আবুল জা'আদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা উছমান ইব্‌ন আফফান (রা) রাসূলের (ﷺ) সাহাবীগণের মধ্য থেকে কিছু লোককে (তাঁর কাছে) ডেকে পাঠালেন অথবা দাওয়াত করলেন। তন্মধ্যে একজন ছিলেন 'আম্মার ইব্‌ন ইয়াসির (রা)। অতঃপর তিনি একটি হাদীস উল্লেখ করেন। (যার বর্ণনা পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ্)! অতঃপর উছমান (রা) বলেন, আমি কি তোমাদেরকে 'আম্মার সম্পর্কে কিছু কথা বলবো না? (একদা) রাসূলের (ﷺ) সাথে আমি হেঁটে যাচ্ছিলাম। তিনি আমার হাত ধরে প্রস্তরময় ময়দানের দিকে অগ্রসর হচ্ছিলেন। অবশেষে তিনি 'আম্মারের পিতা ও মাতার কাছে পৌঁছালেন। ঐ সময় 'আম্মারের উপর তারা (কুরাইশরা) উৎপীড়ন চালাচ্ছিল। আম্মারের পিতা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাল এভাবে যাচ্ছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর উদ্দেশ্যে বললেন, ধৈর্য ধারণ কর এবং দোয়া করলেন, হে আল্লাহ্, ইয়াসিরের বংশধরকে ক্ষমা করুন। তাঁর সেই দোয়া আল্লাহ্ কবুল করেছেন।
(হাইছামী ও আহমদ; তবে হাদীসটি মুনকাতি'। কেননা, সালিম উছমানকে (রা)-কে পাননি।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تعذيبهم المستضعفين وضربهم للنبى صلى الله عليه وسلم وسبه
عن سالم بن أبى الجعد قال دعا عثمان (بن عفان) رضي الله عنه ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فيهم عمار بن ياسر رضي الله عنه (فذكر حديثا) ثم قال فقال عثمان رضي الله عنه ألا أحدثكما عنه يعنى عمارا، أقبلت مع رسول الله صلى الله عليه وسلم آخذا بيدى نتمشى فى البطحاء حتى أتى على أبيه وأمه وعليه يعذبون، فقال أبو عمار يا رسول الله الدهر هكذا، فقال له النبى صلى الله عليه وسلم اصبر ثم قال اللهم اغفر لآل ياسر وقد فعلت
tahqiqতাহকীক:তাহকীক চলমান