মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৬৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: 'উকবা ইব্ন আবু মু'আয়তও উৎপীড়নকারীদের অন্যতম
(৬৪) উরওয়াহ ইব্ন যুবাইর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন আমর ইব্নুল 'আসকে (রা) অনুরোধ করলাম, মুশরিকরা আল্লাহর রাসূলের (ﷺ) সাথে কঠিনতম (বা জঘন্যতম) উৎপীড়ন কী করেছে, সে বিষয়ে (অনুগ্রহ করে) আমাকে বলুন। তিনি বললেন, (একদা) আল্লাহর রাসূল (ﷺ) কা'বা শরীফের আঙ্গিনায় সালাত আদায় করছিলেন। এমন সময় 'উকবা ইব্ন আবু মু'আইত এগিয়ে গেল। সে আল্লাহ্ নবীর (ﷺ) কাঁধদ্বয় দুই বাহুসহ) ধরে ফেললো এবং তার কাপড় দিয়ে রাসূলের (ﷺ) গলদেশ শক্ত করে পেঁচিয়ে ধরল। ফলে তাঁর শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় আবু বকর (রা) এগিয়ে আসলেন এবং তার দুই বাহু ধরে সজোরে টান দিয়ে রাসূলের (ﷺ) কাছ থেকে সরিয়ে দিলেন এবং বলেন, "তোমরা কি এমন একজন লোককে হত্যা করতে চাও, যিনি বলছেন, আমার রব (প্রভু) আল্লাহ্ এবং তিনি তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছেন?”
(বুখারী)
(বুখারী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ومنهم عقبة بن أبى معيط
عن عروة بن الزبير قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرنى بأشد شئ صنعه المشركون برسول الله صلى الله عليه وسلم قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلى بفناء الكعبة إذ أقبل عقبة ابن أبى معيط فأخذ بمنكب النبى صلى الله عليه وسلم ولوى ثوبه فى عنقه فخنقه به خنقًا شديدا فأقبل أبو بكر رضي الله عنه فأخذ بمنكبه ودفعه عن رسول الله صلى الله عليه وسلم وقال أتقتلون رجلا أن يقول ربى الله وقد جاءكم بالبينات من ربكم