মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৬৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: 'উকবা ইব্‌ন আবু মু'আয়তও উৎপীড়নকারীদের অন্যতম
(৬৩) আবদুল্লাহ্ (ইবন্ মাস'উদ) (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে কুরাইশদের সাত ব্যক্তির বিরুদ্ধে (আল্লাহর কাছে) বদ-দোয়া করেন। এদের মধ্যে আছে- আবূ জাহল, উমাইয়্যা ইবন্ খালফ, শাইবা ইব্‌ন রবী'য়া ও 'উকবা ইবন্ মু'আয়ত। আমি আল্লাহর নামে শপথ করে বলছি- আমি বদর প্রান্তরে এদের ছিন্ন-ভিন্ন মরদেহ দেখেছি; প্রচণ্ড সূর্যতাপে এদের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। (কারণ) বদরের যুদ্ধের দিন ছিল উত্তপ্ত দিন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ومنهم عقبة بن أبى معيط
وعنه أيضا قال استقبل رسول الله صلى الله عليه وسلم البيت فدعا على نفر من قريش سبعة فيهم أبو جهل وأمية بن خلف وشيبة بن ربيعة وعقبة بن معيط فأقسم بالله لقد رأيتهم صرعى على بدر وقد غيرتهم الشمس وكان يوما حارًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান