মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৬২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: 'উকবা ইব্ন আবু মু'আয়তও উৎপীড়নকারীদের অন্যতম
(৬২) আবদুল্লাহ (ইবন মাস'উদ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) সাজদাহরত অবস্থায় ছিলেন এবং তাঁর চারপাশে কুরাইশ বংশীয় লোকজন ছিল, এমন সময় 'উকবা ইব্ন আবু মু'আয়ত মৃত প্রাণীর নাড়ি-ভুরি বা বর্জ্য নিয়ে এল এবং তা আল্লাহর রাসূলের পিঠে নিক্ষেপ করে দিল; এর ফলে রাসূল (ﷺ) (সাজদা থেকে) তাঁর মাথা উঠাতে পারছিলেন না। তখন ফাতিমা (রা) এসে তাঁর পিঠ থেকে ঐসব বর্জ্যপদার্থ সরিয়ে দেন এবং (সাথে সাথে) যে (হতভাগ্য) এইরূপ করেছিল, তার উপর বদ-দোয়া করলেন। তখন আল্লাহর রাসূলও (ﷺ) কুরাইশের ঐসব (পাপিষ্ঠ) নেতৃবৃন্দের নাম উল্লেখ করে আল্লাহর কাছে বদ-দোয়া করেন। এরা হচ্ছে, আবূ জাহল ইবন হিশাম, উতবা ইবন্ রবীয়া, শাইবা ইবন্ রবীয়া, 'উকবা ইব্ন আবূ মু'আইত, উমাইয়্যা ইবন্ খালাফ অথবা উবাই ইব্ন খালাফ (রাবী শু'বা শেষোক্ত দুটি নাম নিয়ে সন্দিহান)। রাবী বলেন, আমি এদের সবাইকে বদরের যুদ্ধে নিহত হতে দেখেছি এবং এদের সবাইকে একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল (অর্থাৎ এদের মরদেহ), অবশ্য উমাইয়্যা অথবা উবাই ব্যতীত। কেননা তাঁর অংগ-প্রত্যংগ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। তাই তাকে কুয়ায় ফেলা হয়নি।
দ্বিতীয় বর্ণনায় পূর্ববৎ বর্ণনার সাথে বলা হয়েছে- 'আমর ইব্ন হিশাম, উমাইয়্যা ইব্ন খালাফ এবং অতিরিক্ত এসেছে উমারা ইবন্ ওয়ালীদ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
দ্বিতীয় বর্ণনায় পূর্ববৎ বর্ণনার সাথে বলা হয়েছে- 'আমর ইব্ন হিশাম, উমাইয়্যা ইব্ন খালাফ এবং অতিরিক্ত এসেছে উমারা ইবন্ ওয়ালীদ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ومنهم عقبة بن أبى معيط
عن عبد الله قال بينما رسول الله صلى الله عليه وسلم ساجد وحوله ناس من قريش إذ جاء عقبة ابن أبى معيط بلا جزور فقذفه على ظهر رسول الله صلى الله عليه وسلم فلم يرفع رأسه فجاءت فاطمة فأخذته من ظهره ودعت على من صنع ذلك، قال فقال الله معليك الملأ من قريش أبا جهل بن هشام وعتبة بن ربيعة وشيبة بن ربيعة وعقبة بن أبى معيط وأمية بن خلف أو أبى بن خلف شعبة الشاك قال فلقد رأيتهم قتلوا يوم بدر فألقوا فى بئر غير أن أمية أو أبية انقطعت أوصاله فلم يلق فى البئر (ومن طريق ثان) قال ثنا خلف ثنا اسرائيل فذكر الحديث الا أنه قال عمرو بن هشام وأمية بن خلف وزاد وعمارة بن الوليد