মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আবু জাহলও উৎপীড়নে অন্যতম ভূমিকা পালনকারী
(৫৯) ইব্‌ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জেহেল বলেছিল, যদি আমি রাসূলুল্লাহকে (ﷺ) কা'বা শরীফের কাছে সালাত আদায় করতে দেখি, তাহলে আমি অবশ্যই তার কাছে যাবো এবং তার ঘাড় মটকে দেব। এ কথা শুনে রাসূল (ﷺ) বলেছিলেন, সে যদি এরূপ করে, তাহলে ফেরেশতাগণ তাকে অবশ্যই দিবালোকেই পাকড়াও করবে। আর ইয়াহুদীরা যদি মৃত্যু কামনা করে, তবে তারা অবশ্যই মৃত্যুবরণ করবে এবং জাহান্নামের অগ্নিতে তাদের আবাসস্থল দেখতে পাবে। আর যারা রাসূলুল্লাহর (ﷺ) সাথে 'মুবাহালা' করবে বলে তারা যদি সেই উদ্দেশ্যে ঘর থেকে বের হতো (নাসারাদের বুঝানো হয়েছে), তাহলে তারা অবশ্যই গৃহে প্রত্যাবর্তন করে তাদের সম্পদ ও পরিজনকে পেত না (বরং সবকিছু ধ্বংস হয়ে যেত)।
(ইব্‌ন কাছীর, আহমদ। এছাড়া বুখারী, তিরমিযী ও নাসাঈ। আবদুর রাযযাক-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ومنهم أبو جهل
عن ابن عباس قال قال أبو جهل لئن رأيت رسول الله صلى الله عليه وسلم يصلى عند الكعبه آتينه حتى أطأ على عنقه، قال فقال لو فعل لأخذته الملائكة عيانا، ولو أن اليهود تمنوا الموت لماتوا ورأوا مقاعدهم فى النار ولو خرج الذين يباهلون رسول الله صلى الله عليه وسلم لرجعو الا يجدون مالا ولا أهلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান