মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৬০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আবু জাহলও উৎপীড়নে অন্যতম ভূমিকা পালনকারী
(৬০) আবূ হাযেম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জাহল (একদা) বলেছিল- মুহাম্মদ কি তোমাদের সম্মুখে তার চেহারা অবনত করে? (অর্থাৎ সালাত আদায় করে কি?)। বলা হলো, হ্যাঁ। আবূ জাহল তখন লাত ও উয্যার শপথ করে বললো, আমি যদি তাকে ঐরূপ করতে দেখি, আমি অবশ্যই তার গর্দান মটকে দেব অথবা তার চেহারা মাটির মধ্যে দাবিয়ে দেব। রাবী বলেন (পরক্ষণেই দেখা গেল), রাসূল (ﷺ) আগমন করলেন এবং সালাত আদায় করতে লাগলেন। তখন আবু জাহল তাঁর গর্দান মটকে দেওয়ার জন্য উদ্যত হলো। কিন্তু যেই সে একটু অগ্রসর হতে চাইলো, অমনি দেখা গেল সে পেছনে হটে আসছে এবং দু'হাত উঁচু করে নিজকে রক্ষা করার চেষ্টা করছে। লোকজন তখন তাকে প্রশ্ন করলো তোমার কী হলো? উত্তরে সে বললো, (আমি দেখলাম) আমার ও তার মধ্যখানে আগুনের এক পরিখা, ভীতিকর শব্দ তরঙ্গ ও অনেক পাখা। অতঃপর রাসূল (ﷺ) বলেন, সে যদি আমার নিকটবর্তী হতো, তাহলে ফেরেশতাগণ তাঁর এক একটি অঙ্গপ্রত্যঙ্গ ছোঁ মেরে নিয়ে যেত। আবু হাযিম বলেন, তখন আল্লাহ্ তা'আলা - إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى أَنْ رَأَهُ اسْتَغْنَى থেকে সুরা লাইলের শেষ পর্যন্ত নাযিল করেন। কিন্তু এ অংশটি হাদীসের অংশ নাকি অন্য কোনভাবে তাঁর কাছে পৌঁছেছে তা আমি জানি না।
(এই হাদীসের তাখরীজ ১৮শ খণ্ডে 'ফাযাইলুল কুরআন' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ومنهم أبو جهل
عن أبى حازم عن أبى هريرة رضي الله عنه قال قال أبو جهل هل يعفر محمد وجهه بين أظهركم؟ قال فقيل نعم، قال واللات والعزى يمينا يحلف بها لئن رأيته يفعل ذلك لأطأن على رقبته أو لأعفرن وجهه فى التراب، قال فاتى رسول الله صلى الله عليه وسلم وهو يصلى زعم ليطأ على رقبته قال فما فاجأهم منه الا وهو ينكص على عقبيه ويتقى بيديه، قال قالوا له مالك؟ قال ان بينى وبينه لخندقا من نار وهؤلاء وأجنحة، قال فقال رسول الله صلى الله عليه وسلم لو دنا منى لخطفته الملائكة عضوا عضوا قال فأنزل الله لا أدرى فى حديث أبى هريرة أو شيئًا بلغه {إن الإنسان ليطغى أن رآه استغنى} إلى آخرالسورة
tahqiqতাহকীক:তাহকীক চলমান