মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
প্রকাশ্য দা'ওয়াতের নির্দেশ প্রাপ্তির পর রাসূলুল্লাহ (ﷺ)-কে উৎপীড়নে যারা নেতৃত্বদান করেছিল- এ সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: উৎপীড়ন-নির্যাতনে প্রধান ভূমিকা পালন করেছিল চাচা আবু লাহাব
(৫৮) আবদুর রহমান ইবন আবুয যিনাদ তাঁর পিতা থেকে এবং তিনি রবী'আহ ইব্‌ন 'ইবাদ আদ-দীলী, যিনি জাহেলী যুগ পেয়েছেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন, থেকে বর্ণনা করেন-আমি রাসূলুল্লাহকে (ﷺ) যুল-মাজায নামক বাজারে স্বচক্ষে দেখেছি (প্রকাশ্য দা'ওয়াতের প্রাথমিক পর্যায়ে), তিনি বলছিলেন, হে লোকসকল, তোমরা বল- লা-ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তিলাভ করবে। রাসূল (ﷺ) (এসব কথা বলতে বলতে) বাজারের গলিগুলোতে প্রবেশ করছেন, আর লোকজন তাঁর চারপাশে ভীড় করছিল। তাঁর কথা শুনে কাউকেে কিছু বলতে দেখলাম না। তিনি একাধারে বলে চলছেন, হে লোকসকল, তোমরা বল- লা-ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুক্তিলাভ করবে। কিন্তু তাঁর পেছনে উজ্জ্বল চেহারার দু'ভাগে বিন্যস্ত কেশরাজিবিশিষ্ট এক লোক (রাসূলের (ﷺ) কথার প্রতিবাদে) বলছিল, এ হচ্ছে ধর্মত্যাগী, মিথ্যুক (এর কথা তোমরা বিশ্বাস করো না)। তখন আমি বললাম, ইনি কে? তারা বললো, মুহাম্মদ ইবন আবদুল্লাহ, যিনি নবুয়ত দাবী করছেন। আমি বললাম, ওই লোকটি কে, যে তাঁকে মিথ্যাবাদী বলছে? তারা বললো, তাঁর চাচা আবু লাহাব। রাবী বলেন, আমি রবী'আকে জিজ্ঞেস করলাম, আপনি ঐ সময় ছোট ছিলেন? তিনি বললেন, না, আল্লাহর শপথ, ঐ সময় আমি সবকিছু বুঝতাম।

একই রাবী থেকে দ্বিতীয় বর্ণনায় এসেছে-আমি একজন পূর্ণবয়স্ক যুবক; আমি আমার পিতার সাথে থেকে রাসূলুল্লাহকে (ﷺ) (দেখেছি), তিনি বিভিন্ন গোত্রের লোকদের কাছে যাচ্ছেন এবং তাঁর পেছনে সুন্দর চেহারা ও কাঁধ পর্যন্ত ঝুলানো কেশরাজিবিশিষ্ট এক লোক তাঁকে অনুসরণ করে চলছে। আল্লাহর রাসূল এক একটি গোত্রের কাছে যাচ্ছেন এবং বলছেন, হে অমুক গোত্রের লোকজন, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি যে, তোমরা আল্লাহ্ ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক সাব্যস্ত করবে না। আর তোমরা আমাকে সত্যায়ন করবে, যাতে করে আমি আল্লাহ্ প্রদত্ত দায়িত্ব বাস্তবায়ন করতে পারি। রাসূল (ﷺ) তাঁর বক্তব্য সম্পন্ন করার পরপরই তাঁর পেছন থেকে এক ব্যক্তি বলে উঠলো, হে অমুক সম্প্রদায়ের লোকজন, এই মুহাম্মদ চায়, তোমরা তোমাদের লাত ও উয্যাকে পরিত্যাগ কর। এবং তোমাদের মিত্র বনু মালিক ইবন্ আইয়াশ গোত্রের সাথে সম্পর্কচ্ছেদ ঘটাও। সে (মুহাম্মদ) বিদ'আত ও ভ্রষ্টতার দিকে তোমাদের আহ্বান জানাচ্ছে। সুতরাং তোমরা তার কথা শুনবে না এবং তাকে অনুসরণ করবে না। রাবী বলেন, আমি আমার বাবাকে বললাম, এই লোকটি কে? বাবা বললেন, তাঁর (মুহাম্মদ) চাচা আবু লাহাব।

একই রাবী থেকে তৃতীয় বর্ণনায় বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) মদীনায় হিজরত করার পূর্বে মিনায় দেখেছি-তিনি মানুষের অবস্থানসমূহে ঘুরে ঘুরে যাচ্ছেন এবং বলছেন, হে লোকসকল...এরপর হাদীসের ভাষ্য পূর্ববৎ।

একই রাবী থেকে চতুর্থ বর্ণনায় বর্ণিত, তিনি বলেন, আমি 'উকায বাজারে (বা মেলায়) আবু লাহাবকে দেখলাম যে, সে রাসূলুল্লাহ্ (ﷺ) পেছনে পেছনে যাচ্ছে আর বলে যাচ্ছে, হে লোকসকল, এই মুহাম্মদ পথভ্রষ্ট হয়েছে; সুতরাং সে যেন তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষদের প্রভুদের থেকে বিচ্যুত করতে না পারে (সাবধান। রাসূল (ﷺ) তার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সে (নাছোড়বান্দা), তাঁর পেছন পেছন লেগেই আছে। আমরাও তাঁদের অনুসরণ করে অগ্রসর হচ্ছিলাম। আমরা ঐ সময় কিশোর। আমি তাঁর দিকে তাকিয়ে তাকিযে দেখছিলাম, মনে হচ্ছিল তিনি যেন সুবিন্যস্ত কেশরাজির অধিকারী উজ্জ্বল ও ফর্সা এবং সবচেয়ে সুন্দর একজন মানুষ।
(বায়হাকী ও তাবারানী। এ হাদীসটির সনদ উত্তম।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب ذكر من تولوا ايذاءه صلى الله عليه وسلم بعد اظهار الدعوة

باب أن من تولى كبر ايذائه عمه ابو لهب
عن عبد الرحمن بن ابى الزناد عن ابيه عن ربيعة بن عباد الديلى وكان جاهليا اسلم فقال رايت رسول صلى الله عليه وعلى آله وصحبه وسلم بصر عينى بسوق ذى المجاز يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا: ويدخل فى فجاجها والناس متقصفون عليه فما رأيت أحدًا يقول شيئا وهو لا يسكت، يقول أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا: الا أن وراءه رجلا أحول وضيء الوجه ذا غديرتين يقول إنه صابئ كاذب، فقلت من هذا؟ قالوا، محمد بن عبد الله وهو يذكر النبوة، قلت من هذا الذى يكذبه؟ قالوا عمه ابو لهب، قلت إنك كنت يومئذ صغيرًا؟ قال لا والله انى يومئذ لأعقل (وعنه من طريق ثان) قال انى لمع أبى رجل شاب انظر الى رسول الله صلى الله عليه وسلم يتبع القبائل ووراءه رجل أحول وضئ ذو جمة يقف رسول الله صلى الله عليه وسلم على القبيلة ويقول يا بنى فلان إنى رسول الله اليكم آمركم أن تعبدوا الله ولا تشركوا به شيئا وأن تصدقونى حتى أنفذ عن الله ما بعثنى به، فإذا فرغ رسول الله صلى الله عليه وسلم من مقالته قال الآخر من خلفه يا بنى فلان إن هذا يريد منكم أن تسلخوا اللات والعزى وحلفاءكم من الحي بني مالك بن اقيش إلى ما جاء به من البدعة والصلالة فلا تسمعوا له ولا تتبعوه، فقلت لأبى من هذا؟ قال عمه أبو لهب (وعنه أيضًا من طريق ثالث) قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف المدينة على الناس بمنى فى منازلهم قبل أن يهاجر إلى المدينة يقول يأيها الناس الخ الحديث كما تقدم (وعنه أيضًا من طريق رابع) أنه قال رأيت أبا لهب بعكاظ وهو يتبع رسول الله صلى الله عليه وسلم وهو يقول يا أيها الناس ان هذا قد غوى، فلا يغوينكم عن آلهة أبائكم، ورسول الله صلى الله عليه وسلم يفر منه وهو على أثره ونحن نتبعه ونحن غلمان كأنى أنظر اليه أحول ذا غديرتين أبيض الناس وأجملهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান