মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৫৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ তা'আলা কর্তৃক তাঁর নবীকে (ﷺ) প্রকাশ্যে দা'ওয়াতের নির্দেশ দান এবং এর ফলশ্রুতিতে কুরাইশ বংশীয় কাফিরদের পক্ষ থেকে তাঁর কষ্টভোগ এবং তাঁর সাথে ইসলাম গ্রহণকারীদের মধ্যে দুর্বলদের উপর কাফিরদের কঠোর নির্যাতন
(৫৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধররা, তোমরা আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে খরিদ (রক্ষা) কর। সে সাফিয়্যা, রাসূলুল্লাহর ফুফু; হে ফাতিমা, রাসূলের কন্যা, তোমরা নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা কর। (কারণ) আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে আমি (আখিরাতে) তোমাদের জন্য কিছুই করতে পারবো না; (অবশ্য) দুনিয়াতে তোমাদের (সাথে আমার আত্মীয়তার সম্পর্কের কারণে) আমার সম্পদ থেকে তোমরা যা খুশী চাইতে পার (এবং তা আমি দিতেও পারবো)।
(হাদীসটি গরীব। বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(হাদীসটি গরীব। বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى أمر الله عز وجل نبىه صلى الله عليه وسلم باظهار الدعوة والصدع بها وما لاقاه من ايذاء كفار قريش له وتعذيبهم المستضعفين ممن اسلموا معه
عن ابى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يا بنى عبد المطلب اشتروا انفسكم من الله يا صفية عمة رسول الله ويا فاطمة بنت رسول الله اشتريا انفسكما من الله لا اغنى عنكما من الله شيئا سلانى من مالى ماشئتما