মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৫৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৫৩) 'আমর ইবন 'আবাসা আল-সুলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে (ﷺ) উদ্দেশ্য করে বললাম, ইয়া রাসূলাল্লাহ্, আপনার সাথে এই কর্মে আর কে কে আছেন? (অর্থাৎ আপনার হাতে আর কে ইসলাম গ্রহণ করেছে?) উত্তরে তিনি বললেন, এক জন আযাদ ও এক জন দাস। ঐ সময় তাঁর সাথে ছিলেন আবু বকর আর বিলাল (রা)। এরপর রাসূল (ﷺ) 'আমরকে (রা) বললেন, তুমি তোমার কওমে ফিরে যাও-যতক্ষণ না আল্লাহ্ তা'আলা তাঁর রাসূলকে (ﷺ) প্রতিষ্ঠিত করেন। রাবী বলেন, (এরপর) 'আমর ইবন 'আবাসা (প্রায়শঃ) বলতেন, আমাকে দেখতে পাচ্ছি ইসলাম কবুলকারীদের চতুর্থ ব্যক্তি হিসেবে। (কারণ, তিনি ঐ সময়ই ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহর রাসূলের (ﷺ) নির্দেশমত নির্দিষ্ট সময় পর্যন্ত তা গোপন রেখেছিলেন।
(মুসলিম ও আহমদ।)
(মুসলিম ও আহমদ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
عن عبد الرحمن بن البيلماني عن عمرو بن عبسة السلمى قال قلت يا رسول الله من معك على هذا الأمر؟ قال حر وعبد ومعه أبو بكر وبلال ثم قال له ارجع الى قومك حتى يمكن الله عز وجل لرسوله، قال وكان عمرو بن عبسة يقول لقد رأتينى وانى لربع الاسلام