মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৫৪) আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (কা'বার) রুকনে (ইয়ামানী)-এর পাশে (কাবা এর দিকে মুখ করে) আমি আল্লাহর রাসূলকে (ﷺ) সালাত আদায় করতে দেখেছি এবং সালাতে তিনি আল্লাহ্ কালাম পাঠ করছিলেন এবং মুশরিকরা তা শুনতে পাচ্ছিল
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে
এটা প্রকাশ্যে ইসলাম প্রচারের আগের কথা।
(আহমদ ও হাইছামী।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
عن اسماء بنت أبى بكر رضي الله عنهما قالت سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقرأ وهو يصلى نحو الركن قبل أن يصدع لما يؤمر والمشركون يستمعون {فبا آلاء ربكما تكذبان}
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৪ | মুসলিম বাংলা