মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৫২) আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম যাঁরা ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন, তাঁরা সংখ্যায় সাতজন। রাসূলুল্লাহ্ (ﷺ), আবূ বকর, আম্মার ইবন্ ইয়াসির, আম্মার জননী সুমাইয়্যা, সুহাইব, বিলাল ও আল-মিকদাদ (রা)। তবে আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহকে (ﷺ) তাঁর চাচা আবু তালিবের মাধ্যমে এবং আবূ বকরকে (রা) তাঁর কওমের মাধ্যমে (মুশরিকদের অত্যাচার থেকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু বাকী অন্যান্য সবাইকে মুশরিকরা ধরে নিয়ে লোহার বেড়ি পরিয়ে সূর্যের নীচে চিৎ করিয়ে রেখেছে। তাঁদের সবাই মুশরিকদের ইচ্ছামত-যা তারা করতে বলেছে, তাই করেছেন। কিন্তু বিলাল তা করেননি। আল্লাহর জন্য তাঁর জীবনকে তিনি তুচ্ছ জ্ঞান করেছেন এবং তাঁর সম্প্রদায়ও তাকে দুর্বল পেল। সুতরাং তারা তাকে (উচ্ছৃঙ্খল) বালকদের হাতে তুলে দেয়। তারা (বালকরা) তাকে নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরাতে থাকে; কিন্তু তিনি 'আহাদ' 'আহাদ' বলতে থাকেন।
(মালিক ও ইবন্ মাজাহ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
عن عبد الله قال أول من أظهر اسلامه سبعة رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمار بن ياسر وأمه سمية وصهيب وبلال والمقداد، فأما رسول الله صلى الله عليه وسلم فمنعه الله بعمه أبى طالب وأما أبو بكر فمنعه الله بقومه: وأما سائرهم فأخذهم المشركون فألبسوهم ادراع الحديد وصهروهم فى الشمس فما منهم انسان إلا وقد واتاهم على ما ارادوا الا بلال فانه هانت عليه نفسه فى الله وهان على قومه فأعطوه الولدان واخذوا يطوفون به شعاب مكة وهو يقول أحد احد
tahqiqতাহকীক:তাহকীক চলমান