মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৫১) ইব্‌ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খাদীজার (রা) পর আল্লাহর রাসূলের (ﷺ) সাথে প্রথম যিনি সালাত আদায় করেন, (আরেকবার রাবী বলেছেন যিনি ইসলাম গ্রহণ করেছেন) তিনি হচ্ছেন আলী (রা)।
(হাদীসটি গরীব। তবে সনদ উত্তম, তিরমিযি)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
عن ابن عباس قال أول من صلى مع النبى صلى الله عليه وسلم بعد خديجة على، وقال مرة أسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান