মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৫০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৫০) ইসমা'ঈল ইব্‌ন ইয়াস ইব্‌ন 'আকীক আল-কিন্দী, তার পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ছিলাম একজন ব্যবসায়ী মানুষ। আমি (একদা) হজের মৌসুমে আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিবের কাছে যাই ব্যবসার উদ্দেশ্যে তার কাছ থেকে কিছু পণ্য খরিদ করার উদ্দেশ্যে। কারণ, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহর শপথ, আমি 'আব্বাসের সাথে মিনায় অবস্থানরত ছিলাম; এমন সময় জনৈক ব্যক্তি নিকটস্থ এক তাঁবু থেকে বের হয়ে সূর্যের দিকে তাকিয়ে দেখলেন যে, মিনায় সূর্য হেলে গিয়েছে, তখন তিনি সালাত আদায়ের উদ্দেশ্যে দণ্ডায়মান হলেন। এরপর যে তাবু থেকে পূর্বোক্ত লোকটি বের হয়েছিলেন, সেই তাঁবু থেকে জনৈকা মহিলা বের হলেন এবং সেই লোকটির পেছনে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এরপর সেই একই তাঁবু থেকে জনৈক কিশোর (বালক) বের হয়ে প্রথমোক্ত, লোকের সাথে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেল। রাবী বলেন, (এই দৃশ্য দেখে) আমি আব্বাসকে জিজ্ঞেস করলাম, এই লোকটি কে, আব্বাস? আব্বাস বললেন, এ হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবদুল মুত্তালিব। আমি বললাম, ঐ স্ত্রীলোকটি কে? আব্বাস বললেন, এ হচ্ছে তার স্ত্রী খাদীজা বিনত খুয়াইলিদ। আমি বললাম ওই কিশোর বালকটি কে? আব্বাস বললেন বালকটি হচ্ছে তার ভাতিজা আলী ইব্‌ন আবী তালিব। আমি বললাম, (পরিচয় তো পেলাম, কিন্তু) এরা করছে কী? আব্বাস বললেন, সালাত (নামায) আদায় করছে। সে (মুহাম্মদ) মনে করে যে, সে একজন নবী, তবে তার স্ত্রী ও তার ভাতিজা এই বালক ছাড়া এই বিষয়ে এখনও কেউ তাকে অনুসরণ করেনি। (আব্বাস বলেন) সে এও মনে করে থাকে যে, (এক দিন) রোম ও পারস্য সম্রাটের ভান্ডারসমূহ তার করতলগত হবে। রাবী বলেন, এরপর থেকে (আমার দাদা তথা) আশ'আছ ইব্‌ন কাইসের ভাতিজা 'আফীফ, যিনি পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাতে তিনি নিষ্ঠাবান ছিলেন, (প্রায়শঃ) বলতেন, ঐ সময় বা ঐদিন আল্লাহ্ পাক যদি আমাকে ইসলাম কবুল করা মঞ্জুর করতেন, তাহলে আমি আলী ইব্‌ন আবী তালিবের সাথে (ইসলাম গ্রহণে) তৃতীয় হয়ে যেতে পারতাম।
(মালিক, আয-যাহাবী, ইবন সা'দ, নাসাঈ, বগভী, আবু ইয়ালা, তাবারী, বুখারী (তারীখুল কাবীর) প্রমুখ।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
عن اسماعيل بن إياس بن عفيف الكندى عن أبيه عن جده قال كنت امرءا تاجرا فقدمت الحج فأتيت العباس بن عبد المطلب لأبتاع منه بعض التجارة وكان امرءا تاجرا فوالله انى لعنده بمنى إذ خرج رجل من خباء قريب منه فنظر الى الشمس فلما رآها مالت يعنى قالم يصلى قال ثم خرجت امرأة من ذلك الخباء الذى خرج منه ذاك الرجل فقامت خلفه تصلى: ثم خرج غلام حين راهق الحلم من ذلك الخباء فقام معه يصلى، قال فقلت للعباس من هذا يا عباس؟ قال هذا محمد بن عبد الله بن عبد المطلب ابن أخى، قال فقلت من هذه المرأة؟ قال هذه امرأته خديجة ابنة خويلد، قال قلت من هذا الفتى؟ قال هذا على بن أبى طالب بن عمه، قال فقلت فما هذا الذي يصنع؟ قال يصلى وهو يزعم أنه نبي ولم يتبعه على امره إلا امرأته وابن عمه هذا الفتى، وهو يزعم أنه يفتح عليه كنوز كسرى وقيصر قال فكان عفيف وهو ابن عم الأشعث بن قيس يقول وأسلم بعد ذلك فحسن اسلامه لو كان الله رزقنى الاسلام يومئذ فاكون ثالثا مع على بن أبى طالب
tahqiqতাহকীক:তাহকীক চলমান