মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৪৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : প্রকাশ্য দা'ওয়াতের পূর্বে রাসূলের (ﷺ) প্রতি যাঁরা ঈমান এনেছিলেন
(৪৯) যায়েদ ইব্‌ন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম যিনি সালাত (নামায) আদায় করেন, (অন্য বর্ণনায়) সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহর সাথে ইসলাম কবুল করেন, তিনি হচ্ছেন 'আলী (রা)। 'আমর বলেন এ বিষয়টি আমি ইব্রাহীম (নখয়ী)-এর কাছে উত্থাপন করলে তিনি তা অস্বীকার করেন এবং বলেন সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন- আবূ বকর (রা)। (অন্য বর্ণনায় এসেছে) ইব্রাহীম (র) বলেন, আবূ বকর (রা) হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহর (ﷺ) সাথে ঈমান এনেছেন।
(ইবন জারীর ও ইবন ইসহাক)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر أول من آمن به صلى الله عليه وسلم قبل إظهار الدعوة
حدثنا يزيد بن هرون أنا شعبة عن عمرو بن مرة قال سمعت أبا حمزة يحدث عن زيد ابن أرقم قال أول من صلى (وفى لفظ) أول من اسلم مع رسول الله صلى الله عليه وسلم على، قال عمرو فذكرت ذلك لابراهيم فأنكر ذلك وقال أبو بكر رضي الله عنه (زاد فى رواية) وقال أبو بكر أول من أسلم مع رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান