মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪৮) আয়েশা (রা) থেকে আরো বর্ণিত, হারিছ ইব্ন হিশাম (রা) (একদা) রাসূলুল্লাহকে (ﷺ) প্রশ্ন করেন, কীভাবে আপনার কাছে ওহীর আগমন হয়? রাসূল (ﷺ) বলেন, কখনও (ওহী আসে) ঘণ্টাধ্বনির ন্যায়, যা আমার জন্য সবচেয়ে বেশী কষ্টকর (মনে হয়); আমার শরীর থেকে ঘাম নির্গত হয়, আর (সাথে সাথেই) তা আমার মুখস্থ হয়ে যায়। আবার কখনও ফেরেশতা (জিব্রীল আ.) মানুষের আকৃতি ধারণ করে আসেন এবং তিনি যা কিছু বলেন আমি মুখস্থ করে ফেলি।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
وعنها أيضا ان الحرث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم كيف يأتيك الوحى؟ قال أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشد على ثم يغصم عمى وقد وعيت وأحيانا ياتينى ملك فى مثل صورة الرجل فأعى ما يقول