মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৪৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪৭) আয়েশা (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যে সাক্ষাতকারে জিব্রীল (আ)-এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, তার অব্যবহিত পর কল্যাণ বিতরণে বেগবান বায়ুর চেয়েও অধিক উদার হয়ে যেতেন।
(এটি একটি সুদীর্ঘ হাদীসের অংশবিশেষ। এর ব্যাখ্যা ও তাখরীজ 'ফাযাইলুল কুরআন' অধ্যায়ে আসছে, ইনশাআল্লাহ্।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
وعنها أيضا قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا كان حديث عهد بجبريل يدارسه كان أجود بالخير من الريح المرسلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান