মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪৬) আয়েশা (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, যদি রাসূলুল্লাহর (ﷺ) উপর কোন বাহনের উপর সওয়ারী অবস্থায় ওহী অবতীর্ণ হতো, তবে (ওহীর প্রচণ্ড চাপের দরুন) সেই সওয়ারী (কষ্ট লাঘবের উদ্দেশ্যে) মাটিতে তার গলদেশ ঘর্ষণ করতে থাকতো।
(হাইছামী, আহমদ)
(হাইছামী, আহমদ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
وعنها أيضا أنها قالت ان كان ليوحى الى رسول الله صلى الله عليه وسلم وهو على راحلته فتضرب بجيرانها