মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৩৯) জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন- আমি হেরা গুহায় এক মাস অতিবাহিত করলাম। যখন আমার প্রয়োজনীয় সামগ্রী নিঃশেষ হয়ে গেল, তখন আমি সেখান থেকে অবতরণ করে 'বাতনুল ওয়াদী' এর মধ্যখানে উপস্থিত হলাম। এমন সময় আমাকে ডাক দেওয়া হলো; আমি দৃষ্টিপাত করলাম আমার সম্মুখে, পেছনে, ডানে ও বামে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরপর আবারও আমাকে ডাক দেওয়া হলো। আমি দৃষ্টিপাত করলাম, কিন্তু কাউকে দেখলাম না। পুনরায় আমাকে ডাক দেওয়া হলো। এবার আমি উপরের দিকে মাথা উঁচু করে তাকালাম। এবার আমি তাঁকে দেখতে পেলাম- শূন্যে সিংহাসনে উপবিষ্ট। (অন্য বর্ণনায় তিনি আসমান ও যমীন বরাবর বিশাল সিংহাসনে উপবিষ্ট। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এবং খাদীজার কাছে এসে বললাম, আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও। অতঃপর তাঁরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, আর আমার উপর পানি ছিটিয়ে দিলেন। ঠিক এই সময়ে আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করেন,
يَا أَيُّهَا الْمُدَّثِرُ قُمْ فَأَنْذِرُ وَرَبَّكَ فَكَبِرُ وَثِيَابَكَ فَطَهِّرْ
হে বস্ত্রাবৃত! ওঠ এবং মানুষকে সতর্ক কর। এবং নিজ প্রতিপালকের তাকবীর বল (মহিমা ঘোষণা কর)।
يَا أَيُّهَا الْمُدَّثِرُ قُمْ فَأَنْذِرُ وَرَبَّكَ فَكَبِرُ وَثِيَابَكَ فَطَهِّرْ
হে বস্ত্রাবৃত! ওঠ এবং মানুষকে সতর্ক কর। এবং নিজ প্রতিপালকের তাকবীর বল (মহিমা ঘোষণা কর)।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم جاورت بحراء شهرا فلما قضيت جواوى نزلت فاستبطنت بطن الوادى فنوديت فنظرت أمامى وخلفى وعن يمينى وعن شمالى فلم أر أحدًا، ثم نوديت فنظرت فلم أر أحدًا: ثم نوديت فرفعت رأسى فاذا هو على العرش فى الهواء (وفي رواية فاذا هو قاعد على عرش بين السماء والأرض) فأخذتنى رجفة شديدة فأتيت خديجة فقلت دثرونى: فدثرونى وصبوا على ماءا فأنزل الله عز وجل {يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر}