মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৩৮) আল-'আলা ইব্‌ন যিয়াদ আল-'আদাওয়ী থেকে বর্ণিত, তিনি আনাস ইবন মালিককে (রা) জিজ্ঞেস করেন; হে আবূ হামযা, নবুওয়াতপ্রাপ্তির সময় রাসূলুল্লাহর (ﷺ) বয়স কত হয়েছিল? উত্তরে তিনি (আনাস রা.) বললেন, তাঁর বয়স হয়েছিল চল্লিশ বছর। রাবী বলেন, এরপর কী? আনাস (রা) বলেন, অতঃপর মক্কায় ছিলেন দশ বছর এবং মদীনায় দশ বছর। সুতরাং তাঁর বয়স পূর্ণ ষাট বছর। এরপর আল্লাহ্ তা'আলা তাঁকে তাঁর কাছে উঠিয়ে নেন। রাবী পুনরায় জিজ্ঞেস করেন, ঐ সময় (ওফাতের সময়) তাঁর বয়স (বা স্বাস্থ্য) কেমন ছিল? আনাস (রা) বলেন, ঐ সময় তিনি ছিলেন সুঠামদেহী, সুন্দরতম, সর্বাধিক কমনীয় যুবকের ন্যায়। এরপর রাবী বলেন, হে আবু হামযা, আপনি কি তাঁর সাথে কোন যুদ্ধে শরীক হয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তাঁর সাথে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
(হাদীসটি গরীব। বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن العلاء بن زياد العدوى أنه قال لأنس بن مالك يا أبا حمزة من أى الرجال كان نبى الله صلى الله عليه وسلم إذ بعث؟ قال ابن أربعين سنة، قال ثم كان ماذا؟ قال كان بمكة عشرة سنين، وبالمدينة عشر سنين، فتمت له ستون سنة ثم قبضه الله عز وجل اليه قال سن أى الرجال هو يومئذ؟ قال كأشبّ الرجال وأحسنه وأجمله وألحمه، قال يا أبا حمزة هل غزوت مع نبى الله صلى الله عليه وسلم؟ قال نعم غزوت معه يوم حنين
tahqiqতাহকীক:তাহকীক চলমান