মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৩৭) বনু হাশিমের মাওলা (আযাদকৃত গোলাম) আম্মার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন 'আব্বাসকে (রা) জিজ্ঞেস করেছিলাম, ইন্তিকালের সময় রাসূলের (ﷺ) বয়স কত হয়েছিল? তিনি বলেন, (কী আশ্চর্য!) তাঁর গোত্রে এ বিষয়টা তোমার মত লোকের অজানা থাকবে তা আমি ভাবতে পারিনি। আমি বললাম, আমি (বিষয়টা সম্পর্কে অনেককে) জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তারা আমাকে বিভিন্ন কথা বলেছে। তাই আমি এ বিষয়ে আপনার বক্তব্য অবগত হতে আগ্রহী। তিনি বলেন, তুমি কি হিসাব (অংক) কষতে জান? বললাম, হাঁ। তখন তিনি বললেন, (তাহলে) চল্লিশ বছর তাঁর (রাসূলের সা.) নবুয়তপ্রাপ্তির জন্য ধর; পনর বছর মক্কায় অবস্থান নিরাপদে ও ভয়-ভীতির মধ্য দিয়ে কাটান। এরপর হিজরত করে মদীনায় দশ বছর কালাতিপাত করেন।
(মুসলিম)
(মুসলিম)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن عمار مولى بني هاشم قال سألت ابن عباس كم أتى لرسول الله صلى الله عليه وسلم يوم مات؟ قال ما كنت أرى مثلك فى قومه يخفى عليك ذلك، قال قلت انى سألت فاختلف على، فاحببت أن أعلم قولك فيه، قال اتحسب؟ قلت نعم، قال أمسك أربعين بعث لها، وخمس عشرة أقام بمكة يأمن ويخاف، وعشرا مهاجرا بالمدينة