মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪০) আয়েশা (রা) থেকে বর্ণিত, জিব্রীল (আ) রাসূলুল্লাহর (ﷺ) কাছে আগমন করেন তুর্কী ঘোড়ায় সওয়ার হয়ে তাঁর মাথায় পাগড়ি যার প্রান্ত ছিল দুই কাঁধের মাঝে। আমি তাঁর বিষয়ে রাসূলকে (ﷺ) জিজ্ঞেস করলাম। রাসূল (ﷺ) বললেন, তুমি তাঁকে দেখতে পেয়েছ? ইনি তো জিব্রীল (আ)।
(আহমদ)
(আহমদ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن عائشة رضي الله عنها ان جبريل عليه السلام اتى النبى صلى الله عليه وسلم على برذون وعليه عمامة طرفها بين كتفيه فسألت النبى صلى الله عليه وسلم فقال رأيته؟ ذاك جبريل عليه السلام