মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) আগমন সম্পর্কে গণকদের ভবিষ্যদ্বাণী
(৩২) জাবির ইব্ন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কে আমরা সর্বপ্রথম অবহিত হই এভাবে- যে, জনৈকা মহিলার এক (জিন্ন) অনুগামী ছিল। একদা সে পাখির আকৃতি ধারণ করে সেই মহিলার কাছে হাযির হলো এবং তাদের একটি গাছের গোড়ায় বসলো। মহিলা বললো, তুমি কি নীচে আসবে না? তোমাকে কিছু খবর জানাতাম, আর তুমিও আমাদেরকে কিছু খবরাখবর বলতে! সে (জ্বিন) বললো, নিশ্চয় মক্কায় এক মানব আবির্ভূত হয়েছেন, তিনি আমাদের জন্য ব্যভিচার (যিনা) হারাম করে দিয়েছেন এবং জিহাদের ময়দান থেকে পলায়ন করতে নিষেধ করেছেন।
(হাইছামী, আহমদ ও তাবারানী)
(হাইছামী, আহমদ ও তাবারানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى إخبار الكهان بظهور بعثته صلى الله عليه وسلم
عن جابر بن عبد الله قال إن أول خبر قدم علينا عن رسول الله صلى الله عليه وسلم أن أمرأة كانت لها تابع قال فأتاها فى صورة طير فوقع على جذع لهم، قال فقالت ألا تنزل فنخبرك وتخبرنا؟ قال إنه قد خرج رجل بمكة حرم علينا الزنا ومنع من الفرار