মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৩৩) ইবন্ 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) খাদীজাকে (রা) বলেন, আমি (মাঝেমাঝে) আলোকরশ্মি দেখতে পাই এবং আওয়াজ শুনতে পাই। আমার আশঙ্কা হয় যে, আমাকে মস্তিষ্ক বিকৃতি পেয়ে বসেছে। খাদীজা (রা) বলেন, হে ইব্‌ন আবদুল্লাহ, আল্লাহ্ কখনও আপনার সাথে এরূপ (আচরণ) করবেন না। অতঃপর খাদীজা (রা) ওয়ারাকা ইব্‌ন্ নওফাল-এর কাছে গিয়ে ঘটনার বর্ণনা দেন। ওয়ারাকা বলেন, যদি মুহাম্মদের কথা সত্যি হয়ে থাকে, তবে অবশ্যই তা 'নামূস' (জিব্রীল ফিরিস্তা), মুসার (আ) নামূসের ন্যায় (অর্থাৎ মূসা (আ) এর কাছে যে ফেরেশতা আগমন করতেন, ইনিও সেই একই ফেরেশতা-জিব্রীল আ.)। আমি যদি তাঁর নবুয়তপ্রাপ্তির সময় জীবিত থাকি, তাহলে আমি তাঁকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো এবং তাঁর প্রতি ঈমান আনবো।
(হাইছামী, আহমদ ও তাবারানী।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن ابن عباس أن النبى صلى الله عليه وسلم قال لخديجة (رضي الله عنها) إنى أرى ضوءًا وأسمع صوتا وانى أخشى أن يكون بى جننٌ قالت لم يكن الله ليفعل ذلك بك يا ابن عبد الله: ثم أتت ورقة بن نوفل فذكرت ذلك له فقال ان يك صادقا فان هذا ناموسٌ مثل ناموس موسى، فان بعث وأنا حى فسأعززه وأنصره وأومن به
tahqiqতাহকীক:তাহকীক চলমান