মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) আগমনের সুসংবাদ, তাওরাতে বর্ণিত তাঁর বৈশিষ্ট্য ও নবুওয়াতের নিদর্শনাবলী
(২৮) আবূ সখর আল-উক্বাইলী থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে জনৈক বেদুঈন বলেন, রাসূলুল্লাহর (ﷺ) জীবদ্দশায় আমি একদা মদীনায় পণ্য নিয়ে আসলাম। তা বিক্রি শেষ হওয়ার পর আমি (মনে মনে) বললাম, আমি অবশ্যই এই ব্যক্তির সাথে মিলিত হবো এবং তাঁর কাছ থেকে তা শুনবো। আমি তাঁর সাক্ষাত পেলাম আবুবকর ও ওমর (রা) এর সাথে তিনি পায়ে হেঁটে অগ্রসর হচ্ছেন। আমি তাঁদের পেছনে পেছনে চললাম। তাঁরা জনৈক ইয়াহুদী ব্যক্তির কাছে এসে থামলেন। সেই ব্যক্তি তাওরাত খুলে তা পাঠ করছিল এবং তাঁর মুমূর্ষু ছেলের মৃত্যুকষ্ট লাঘবের উদ্দেশ্যে দোয়া করছিল। ছেলেটি ছিল অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। রাসূল (ﷺ) বললেন, যিনি তাওরাত অবতীর্ণ করেছেন, তাঁর শপথ, তুমি কি তাওরাতে আমার কোন গুণ-বৈশিষ্ট্যের সন্ধান পেয়েছ? সে তার মাথা নাড়িয়ে না বাচক উত্তর দিল। তখন সেই ছেলেটি বললো, যিনি তাওরাত অবতীর্ণ করেছেন তাঁর শপথ, আমরা অবশ্যই আমাদের এই কিতাবে আপনার গুণবৈশিষ্ট্যের সন্ধান পেয়ে থাকি এবং আমি সাক্ষ্য প্রদান করছি-আল্লাহ্ ব্যতীত অন্য কোন ইলাহ নেই এবং আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। তখন রাসূল (ﷺ) বললেন, এ হচ্ছে তোমাদের ভাই, তোমাদের এই ভাইয়ের কাছ থেকে ইয়াহুদীকে সরিয়ে দাও। অতঃপর রাসূল (ﷺ) তার কাফনের ব্যবস্থা করলেন, তাকে সুগন্ধি মথিত করলেন এবং তার জানাযা পড়লেন।
(ইব্‌ন কাছীর ও আহমদ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في العلامات الدالة على نبوته والتبشير بمبعثه صلى الله عليه وسلم وصفته في التوارة
عن أبى صخر العقيلى (3) حدثنى رجل من الأعراب قال جلبت جلوبة إلى المدينة في حياة رسول الله صلى الله عليه وسلم فلما فرغت من بيعى قلت لألقين هذا الرجل فلا سمعن منه قال فتلقاني بين أبى بكر وعمر يمشون فتبعهم في أقفائهم (4) حتى أتوا على رجل من اليهود ناشرًا التوراة يقرؤها يعزى بها نفسها على ابن له في الموت (5) كأحسن الفتيان وأجمله، فقال رسول الله صلى الله عليه وسلم أنشدك بالذي أنزل التوراة هل تجد في كتابك ذا صفتى ومخرجى (6) فقال برأسه هكذا أى لا (7) فقال ابنه أنى والذي أنزل التوراة أنا لنجد في كتابنا صفتك ومخرجك وأشهد أن لا إله إلا الله وأنك رسول الله، فقال أقيموا اليهود عن أخيكم (8) ثم ولى كفنه وحنطه وصلى عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা