মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) আগমনের সুসংবাদ, তাওরাতে বর্ণিত তাঁর বৈশিষ্ট্য ও নবুওয়াতের নিদর্শনাবলী
(২৭) জাবির ইবন সামুরা থেকে (রা) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি অবশ্যই মক্কার একটি পাথরকে জানি, সেটি আমার নবুয়তপ্রাপ্তির পূর্বে (অন্য বর্ণনায়, আমার নবুয়তপ্রাপ্তির কয়েক রাত পূর্বেই) আমাকে সালাম করতো; এবং আমি অবশ্যই সেটি এখনও চিনি।
(মুসলিম ও তিরমিযি)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في العلامات الدالة على نبوته والتبشير بمبعثه صلى الله عليه وسلم وصفته في التوارة
عن جابر بن سمرة (6) قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرًا بمكة يسلم على قبل أن أبعث (1) (وفي رواية ليالى بعثت) (2) إنى لأعرف الآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান