মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে কুরাইশ কর্তৃক কাবা গৃহ পুনঃনির্মাণ, হাজরে আসওয়াদ উত্তোলন নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য, এই বিষয়ে রাসূলকে (ﷺ) শালিস মানা এবং জাহেলিয়াতের যুগে তাঁকে আল-আমীন খেতাব দান
(২৩) 'আমর ইব্‌ন দীনার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবিরকে (রা) বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের সাথে (কুরাইশদের সাথে) কাবা গৃহ নির্মাণের সময় পাথর বহন করছিলেন, তখন তাঁর পরিধানে ছিল ইযার। তাঁর চাচা আব্বাস বললেন, হে ভাতিজা, তোমার ইযারটি খুলে তোমার কাঁধে পাথরের নীচে দিয়ে নিতে পার। তখন তিনি ইযারটি খুলে তাঁর কাঁধে স্থাপন করলেন। অমনি তিনি বেহুঁশ হয়ে মাটিতে পড়ে যান। ঐ দিনের পর আর কখনও তাঁকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في ذكر تجديد قريش بناء الكعبة قبل البعث بخمس سنين واختلافهم في رفع الحجر وتحكيمه صلى الله عليه وسلم في رفعه وتسميته في الجاهلية بالأمين
عن عمرو بن دينار (1) سمعت جابرًا يحدث أن رسول الله صلى الله عليه وسلم كان ينقل معهم حجارة الكعبة وعليه إزار، فقال له العباس عمه ياابن أخي لو حللت إزارك فجعلنه على منكبيك دون الحجارة (2) قال فحله فجعله على منكبيه (3) فسقط مغشيًا عليه (4) فما رؤى بعد ذلك اليوم عريانًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান