মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খাদীজা বিনতু খুয়াইলিদের (রা) সাথে রাসূলুল্লাহর (ﷺ) বিবাহ
(২১) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, একদা আল্লাহর রাসূল (ﷺ) খাদীজা (রা) প্রসঙ্গ উল্লেখ করেন। খাদীজা (রা) এর পিতা রাসূলের (ﷺ) এর সাথে তাঁর বিবাহে অনিচ্ছুক ছিল। অতঃপর তিনি (খাদীজা) খানাপিনার আয়োজন করেন এবং তাঁর পিতামহ কুরাইশ নেতৃবৃন্দকে দা'ওয়াত করেন। তারা খাদ্যসামগ্রী আহার ও পানীয় (শরাব) গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় খাদীজা (রা) তাঁর পিতাকে বললেন, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন; সুতরাং আপনি আমাকে তাঁর সাথে বিবাহ দিয়ে দিন। তখন তাঁর পিতা তাঁর সাথে খাদীজার বিবাহ সম্পন্ন করে। খাদীজা (রা) তখন তাঁর পিতাকে জাফরানমিশ্রিত সুগন্ধি মাখিয়ে দেন এবং একজোড়া কাপড় পরিয়ে দেন। তৎকালীন আরবের প্রথা অনুসারে কনের পিতাকে বিবাহের আসরে ঐরূপ করা হতো। কিন্তু যখন তার নেশা কেটে গেল, তখন দেখতে পেল যে, সে সুগন্ধিমথিত এবং তাঁর পরিধানে সেই কাপড়। তখন সে বলে উঠল! এ কী? খাদীজা (রা) বললেন, তুমি আমাকে মুহাম্মদ ইব্ন আবদুল্লাহর সাথে বিবাহ দিয়েছ। পিতা বলল, আবু তালিবের এতীমের সাথে আমি বিবাহ দেব! আমার জীবনের শপথ, কখনও না। খাদীজা (রা) বললেন, আপনার লজ্জা করে না? কুরাইশদের কাছে তোমার সম্মান ভুলুণ্ঠিত করতে চাও? তারা জেনে যাক যে, তুমি নেশাগ্রস্ত ছিলে? অগত্যা তাঁর পিতা রাজি হয়ে যায়।
(হাইছামী, আহমাদ ও তাবারানী।)
(হাইছামী, আহমাদ ও তাবারানী।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر زواجه صلى الله عليه وسلم بالسيدة المصونة خديجة بنت خويلد رضي الله عنها
عن ابن عباس (1) أن رسول الله صلى الله عليه وسلم ذكر خديجة (2) وكان أبوها يرغب عن يزوجه (3) فصنعت طعامًا وشرابًا فدعت أباها وزمرًا من قريش فطعموا وشربوا حتى ثملوا، فقالت خديجة لأبيها إن محمد بن عبد الله يخطبنى فزوجنى إياه، فزوجها إياه فخلقته (1) وألبسته حلة وكذلك كانوا يفعلون بالأباء (2) فلما سرى عنه سكره نظر فإذا هو مخلق وعليه حلة، فقال ما شأنى ما هذا؟ قالت زوجتى محمد بن عبد الله، قال أزوج يتيم أبى طالب لا لعمرى (3) فقالت خديجة أما تستحى؟ تريد أن تسفة نفسك عند قريش تخبر الناس أنك كنت سكران، فلم تزل به حتى رضى