মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) এর জন্ম
(১৪) কায়স ইব্ন মাখরামা ইব্ন আবদিল মুত্তালিব ইব্ন আবদ মানাফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আল্লাহর রাসূল (ﷺ) হস্তি-বর্ষে (আমূল ফীল) জন্মগ্রহণ করেছি। সুতরাং আমরা দু'জন সমবয়সী একই বছরের জাতক। (ইবন ইসহাক। সনদ উত্তম।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر مولده صلى الله عليه وسلم
عن قيس بن مخرمة بن المطلب (1) بن عبد مناف قال ولدت أنا ورسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم عام الفيل فنحن لدان (2) ولدنا مولدًا واحدًا