মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দুগ্ধপান ও দুধ মা, লালন-পালনকারিনীগণ
(১৫) উম্মু সালামা (রা) থেকে যয়নব বিনতু আবী সালামা বর্ণনা করেন, তিনি বলেন, উম্মু হাবীবা রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ্, আমার বোনের ব্যাপারে আপনার কোন আগ্রহ আছে কি? রাসূল (ﷺ) বলেন, তার বিষয়ে কী করতে চাও? তিনি বলেন, আপনি তাঁকে বিয়ে করুন। রাসূল (ﷺ) বললেন, তাই কি তুমি চাও? তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর শপথ, আমি আপনার একজন মাত্র পত্নী নই আর আমার বোনই আমার সাথে কোন মঙ্গলে শরীক হওয়ার বেশী হকদার। তখন রাসূল (ﷺ) তাঁকে বললেন, সে (তোমার বোন) আমার জন্য হালাল নয়। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি জানতে পেরেছি যে, আপনি উম্মে সালামার কন্যা দুররা বিনতে আবী সালামাকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছেন। তখন রাসূল (ﷺ) বললেন, সে যদি (এদিক থেকে) আমার জন্য হালাল হতও, তবুও আমি তাকে বিয়ে করতে পারতাম না। কারণ বনু হাশিমের দাসী ছুয়াইবা আমাকে এবং তার (দুররার) পিতাকে দুগ্ধ পান করিয়েছেন। সুতরাং তোমরা কখনো তোমাদের ভগ্নি ও তোমার কন্যাদেরকে আমার জন্য প্রস্তাব করবে না।
(বুখারী, মুসলিম ও শাফি'য়ী। হাদীসটি সহীহ।)
(বুখারী, মুসলিম ও শাফি'য়ী। হাদীসটি সহীহ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر رضاعه صلى الله عليه وسلم ومراضعه وحواضنه
عن زينب بنت أبي سلمة (3) عن أم سلمة قالت جاءت أم حبيبة فقالت يا رسول الله هل لك في أختى، قال فاصنع بها ماذا؟ قالت تزوجها، فقال رسول الله صلى الله عليه وسلم وتحبين ذلك؟ فقال نعم لست لك بمخلية وأحق من شر كنى في خيرٍ أختي، فقال لها رسول الله صلى الله عليه وسلم أنها لا تحل لي، قالت فوالله لقد بلغني أنك تخطب درة أبنة أم سلمة بنت أبي سلمة، فقال رسول الله صلى الله عليه وسلم لو كانت تحل لي لما تزوجتها قد أرضعتني وأياها ثويبة مولاة بني هاشم فلا تعرضن على أخواتكن ولا بناتكن