মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং:
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) এর কতিপয় মোবারক নাম এবং তিনিই নবীগণের (আ) মধ্যে সর্বপ্রথম, সর্বশেষ ও সর্বোত্তম
(৯) মুহাম্মদ ইবন্ জুবাইর ইবন মুত'য়িম (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমার কয়েকটি নাম রয়েছে। আমি মুহাম্মাদ; আমি আহমদ; আমি হাশির। আমার পায়ের কাছে মানুষকে একত্রিত করা হবে এবং আমি মাহী, আমার দ্বারাই কুফরকে মিটিয়ে দেওয়া হবে এবং আমি আল আখির (সর্বশেষ) অর্থাৎ যার পরে আর কোন নবী নেই।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ذكر بعض أسمائه الشريفة وأنه أول النبيين وآخرهم وأفضلهم
عن محمد بن جبير بن طعم (1) عن أبيه عن النبي صلى الله علية وعلى آله وصحبه أجمعين وصحبه وسلم قال أن لي أسماء (1) أنا محمد وأنا أحمد وأنا الحاشرالذي يحشر الناس على قدمى، أنا المحاي الذي يمحي به الكفر (2) وأنا العاقب والعاقب الذي ليس بعده (نبي)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯ | মুসলিম বাংলা