মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং:
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) মর্যাদা এবং তাঁর সর্বশেষ নবী হওয়া প্রসংগ
(৮) উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আমি হবো নবীগণের (আ) ইমাম, খতীব (অন্য কাউকে কথা বলার অধিকার দেওয়া হবে না) এবং তাঁদের শাফায়াতকারী আর এতে আমার কোন অহঙ্কার নেই।
(তিরমিযী, ইবন মাজাহ ও মালিক।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بعض فضائله صلى الله عليه وسلم وأنه خاتم النبيين لا نبي بعده
عن أبي بن كعب (8) قال قال رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم إذا كان يوم القيامة (9) كنت إمام النبيين وخطيبهم (10) وصاحب شفاعتهم (11) ولا فخر
tahqiqতাহকীক:তাহকীক চলমান