মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) এর কতিপয় মোবারক নাম এবং তিনিই নবীগণের (আ) মধ্যে সর্বপ্রথম, সর্বশেষ ও সর্বোত্তম
(১০) আবূ মূসা আল আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) তাঁর নিজের কতিপয় নাম বর্ণনা করেছেন। তন্মধ্যে আমরা কয়টি মুখস্থ রেখেছি। তিনি বলেছিলেন আমি মুহাম্মদ, আহমদ, আল-মুকফফী, আল-হাশির ও নবী য়্যুর রহমাহ। ইয়াযীদ বলেন এবং নবী য়্যুত তাওবা ও নবী-য়্যুল-মালহামা।
(মুসলিম)
(মুসলিম)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ذكر بعض أسمائه الشريفة وأنه أول النبيين وآخرهم وأفضلهم
عن أبي موسى الأِعري (3) قال سمى لنا رسول الله صلى الله عليه وسلم نفسه أسماء، ومنها ما حفظنا فقال أنا محمد وأمحمد والمقفي (4) والحاشر ونبي الرحمة (5) قال يزيد (6) ونبي التوبة ونبي الملحمة