মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং:
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) মর্যাদা এবং তাঁর সর্বশেষ নবী হওয়া প্রসংগ
(৫) আবদুল্লাহ ইব্‌ন শাক্বীক বর্ণনা করেছেন- মায়সারা আল-ফজর থেকে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করলাম- আপনি কখন নবী ছিলেন, অথবা কখন আপনাকে নবী বানানো হয়? রাসূল (ﷺ) বলেন, সেই আদিতে যখন আদম (আ) ছিলেন শরীর ও আত্মার মধ্যবর্তী অবস্থায়।
(হায়ছামী; তাবারানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بعض فضائله صلى الله عليه وسلم وأنه خاتم النبيين لا نبي بعده
عن عبد الله بن شقيق (6) عن ميسرة الفجر قال قلت يا رسول الله متى كنت (وفي لفظ جعلت) نبيا؟ قال وآدم عليه السلام بين الروح والجسد
tahqiqতাহকীক:তাহকীক চলমান