মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) মর্যাদা এবং তাঁর সর্বশেষ নবী হওয়া প্রসংগ
(৪) আল-'ইরবায ইবন সারীয়াহ আস-সুলামী (রা) থেকে বর্ণত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) বলতে শুনেছি, তিনি বলেন, আমি আল্লাহর নিকট রক্ষিত উম্মুল কিতাবে সেই সময়ও সর্বশেষ নবী, যখন আদম (আ) তাঁর মৃত্তিকায় নিপতিত (অর্থাৎ তখনও আদমের দেহে রূহ দেওয়া হয়নি)। এই কথার ব্যাখ্যা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি ইব্রাহীম (আ) এর দোয়া, ঈসা (আ) কর্তৃক তাঁর কওমের প্রতি সুসংবাদ, এবং আমার জননীর স্বপ্ন-তিনি স্বপ্নে দেখেছিলেন যে, তাঁর থেকে একটি আলোকরশ্মি বের হয়ে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত করে ফেলেছে। এমনিভাবে সব নবীর জননীগণ স্বপ্ন দেখেছিলেন।
(হাকিম; তিনি এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী তা সমর্থন করেছেন।)
(হাকিম; তিনি এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী তা সমর্থন করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بعض فضائله صلى الله عليه وسلم وأنه خاتم النبيين لا نبي بعده
عن العرباض بن سارية (1) السلمى قال سمعت رسول الله صلى الله عليه وسلم وعلى آله وسلم يقول إني عند الله في أم الكتاب لخاتم النبيين (2) وأن آدم لمنجدل في طينته (3) وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم (4) وبشارة عيسى قومه (5) ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام، وكذلك ترى أمهات النبيين صلوات الله عليهم