মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
(তাঁর সময়কার পরিবেশ-পরিস্থিতি, তাঁর যুদ্ধাভিযানসমূহ, তাঁর নিকট আসা প্রতিনিধিদল, তাঁর শারীরিক গঠন-বৈশিষ্ট্য, তাঁর মর্যাদা এবং ওফাত পর্যন্ত তাঁর জীবনালেখ্য।)
(গোটা বিষয়বস্তুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে।)
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর বংশ-পরিচয় ও কুল মর্যাদা
(তাঁর সময়কার পরিবেশ-পরিস্থিতি, তাঁর যুদ্ধাভিযানসমূহ, তাঁর নিকট আসা প্রতিনিধিদল, তাঁর শারীরিক গঠন-বৈশিষ্ট্য, তাঁর মর্যাদা এবং ওফাত পর্যন্ত তাঁর জীবনালেখ্য।)
(গোটা বিষয়বস্তুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে।)
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর বংশ-পরিচয় ও কুল মর্যাদা
(৩) মুসলিম ইব্ন হাইদম বর্ণনা করেন আল-আশ'আছ ইব্ন কায়স থেকে, তিনি বলেন, আমি (একদা) একটি প্রতিনিধিদলের সাথে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আগমন করি। প্রতিনিধি দলের লোকজন আমাকে তাদের মধ্যে বংশগত দিক দিয়ে সর্বোত্তম মনে করতো না। তখন আমি রাসূলকে (ﷺ) বললাম, আমরা মনে করে থাকি যে, আপনি আমাদের বংশোদ্ভূত। রাসূল (ﷺ) বললেন, আমরা হচ্ছি বনূ নযর বিন কিনানা, আমরা আমাদের জননীগণকে অভিযুক্ত করি না এবং পিতা ভিন্ন অন্য কারো পরিচয়ে পরিচিত হই না। রাবী বলেন, এরপর থেকে আশ'আছ বলতেন, যে ব্যক্তি কুরাইশকে নযর বিন কিনানা-এর অংশ মনে করে না-তাকে আমি মিথ্যারোপের অভিযোগে শান্তি দেব।
(ইবন মাজাহ, হাদীসটি গরীব।)
(ইবন মাজাহ, হাদীসটি গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
وذكر أيامه وغزواته وسراياه والوفود إليه وشمائله وفضائله إلى أن لحق بالرفيق الأعلى وهو ثلاثة أقسام (القسم الأول من ابتداء نسبه الشريف ومولده إلى هجرته من مكة إلى المدينة)
باب ذكر نسبة الشريف وطيبة أصله المنيف
وذكر أيامه وغزواته وسراياه والوفود إليه وشمائله وفضائله إلى أن لحق بالرفيق الأعلى وهو ثلاثة أقسام (القسم الأول من ابتداء نسبه الشريف ومولده إلى هجرته من مكة إلى المدينة)
باب ذكر نسبة الشريف وطيبة أصله المنيف
عن مسلم بن هيضم (5) عن الأشعث بن قيس قال أتيت رسول الله صلى الله عليه وسلم في وفد لا يرون أني أفضلهم، فقلت يا رسول الله أننا نزعم أنكم منا، قال نحن بنو النضر بن كنانة لا نقفوا أمنا (6) ولا نلتقي من أبينا (7) قال فكان الأشعث يقول لا أوتي برجل نفى قريشًا من النضر بن كنانة إلا جلدته الحد