মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং:
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

(তাঁর সময়কার পরিবেশ-পরিস্থিতি, তাঁর যুদ্ধাভিযানসমূহ, তাঁর নিকট আসা প্রতিনিধিদল, তাঁর শারীরিক গঠন-বৈশিষ্ট্য, তাঁর মর্যাদা এবং ওফাত পর্যন্ত তাঁর জীবনালেখ্য।)
(গোটা বিষয়বস্তুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে।)

পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর বংশ-পরিচয় ও কুল মর্যাদা
(২) আবদুল মুত্তালিব ইবন রাবী'আ ইবনল হারিছ ইব্‌ন 'আবদিল মুত্তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদা) আনসারগণের মধ্য থেকে একদল লোক রাসূলুল্লাহ্ (ﷺ) কাছে আগমন করেন এবং বলেন, আমরা আপনার কওম (বংশ) সম্পর্কে বিভিন্ন কথা শুনতে পাই। এমনকি তাদের মধ্য থেকে জনৈক ব্যক্তি এমনও বলে থাকে যে, মুহাম্মদের (ﷺ) উদাহরণ হচ্ছে এমন একটি খেজুর বৃক্ষ, যা নিম্নমানের মাটিতে জন্মেছে। তখন রাসূল (ﷺ) বললেন, হে লোকসকল, (তোমরা বল) আমি কে? তারা বললো, আপনি আল্লাহর রাসূল (ﷺ)। রাসূল (ﷺ) বলেন, আমি মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবদুল মুত্তালিব। (রাবী বলেন, ইতিপূর্বে আমরা তাঁকে এভাবে পরিচয় দিতে শুনিনি)। (জেনে রাখ) নিশ্চয় আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্ট (মানুষ ও জ্বিন) সৃষ্টি করে আমাকে তাঁর উত্তম সৃষ্টভুক্ত (মানুষ) করেছেন। সেই সৃষ্টিকেও (মানুষকে) দুইভাগে বিভক্ত করেছেন এবং সর্বোত্তমভাগে আমাকে অন্তর্ভুক্ত করেছেন (অর্থাৎ আরব করে পাঠিয়েছেন)। এরপর আল্লাহ্ তা'আলা আরবদের মধ্যে বিভিন্ন গোত্র ও কবীলা সৃষ্টি করেছেন এবং আমাকে সর্বোত্তম কবীলায় অন্তর্ভুক্ত করেছেন। এরপর তিনি কবীলার মধ্যে বিভিন্ন ঘরানা সৃষ্টি করেছেন এবং সেখানেও আমাকে সর্বোত্তম ঘরানা (বনু হাশিম) দান করেছেন। সুতরাং আমি তোমাদের মধ্যে (সমগ্র মানব সন্তানের মধ্যে) বংশ ও ঘরানার দিক থেকে এবং ব্যক্তি হিসেবে সর্বোত্তম।
(তিরমিযী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم

وذكر أيامه وغزواته وسراياه والوفود إليه وشمائله وفضائله إلى أن لحق بالرفيق الأعلى وهو ثلاثة أقسام (القسم الأول من ابتداء نسبه الشريف ومولده إلى هجرته من مكة إلى المدينة)

باب ذكر نسبة الشريف وطيبة أصله المنيف
عن عبد المطلب بن ربيعة (6) بن الحارث بن عبد المطلب قال أتى ناس من الأنصار النبي صلى الله عليه وسلم فقالوا إنا لنسمع من قومك حتى يقول القائل منهم إنما مثل محمد مثل نخلة نبتت في كباء (7) قال حسين الكبا، الكناسة، فقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس من أنا؟ قالوا أنت رسول الله صلى الله عليه وسلم، قال أنا محمد بن عبد الله بن عبد المطلب، قال فما سمعناه قط يلثمى قبلها (8) ألا أن الله عز وجل خلق خلقه (9) فجعلني من خير خلقه، ثم فرقهم فرقتين فجعلني من خير الفرقتين ثم جعلهم قبائل فجعلني من خيرهم قبيلة ثم جعلهم بيوتًا (1) فجعلني من خيرهم بيتا (2) وأنا خيركم بيتاً (3) وخيركم نفسًا (4) صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান