মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) মর্যাদা এবং তাঁর সর্বশেষ নবী হওয়া প্রসংগ
(৬) হুযাইফা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে রয়েছে সাতাশজন মিথ্যাবাদী ও ধোঁকাবাজ। এদের মধ্যে চারজন স্ত্রীলোক। আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নেই।
(হাইছামী, তাবারানী ও বাযযার)
(হাইছামী, তাবারানী ও বাযযার)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بعض فضائله صلى الله عليه وسلم وأنه خاتم النبيين لا نبي بعده
عن حذيفة (خط) (7) أن نبي الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم قال في أمتي كذابون (1) ودجالون سبعة وعشرون منهم منهم أربع ونسوة وأني خاتم النبيين لانبي بعدي