মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২২
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: আমর ইব্‌ন লুহাই-এর খবর ও মূর্তিপূজার প্রচলন
(২২) আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, সর্বপ্রথম 'সাইবা' এর প্রচলন ও মূর্তিপূজার গোড়াপত্তন করেছিল আবূ খুযা'আ আমর ইব্‌ন 'আমের। আমি তাকে দেখেছি জাহান্নামের ভেতর তার নাড়ি-ভূরি হেঁচড়িয়ে চলছে।
(আহমদ, হাদীসটির সনদ দুর্বল কিন্তু মতন সহীহ।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب قصة خزاعة وخروج ولاية البيت منهم إلى قصي بن كلاب وخبر عمر بن لحي وعبادة الأصنام
عن عبد الله بن مسعود (1) عن النبي صلى الله عليه وسلم قال إن أول من سيب السوائب (2) وعبد الأصنام أبو خزاعه عمرو بن عامر وأني رأيته يجر أمعاءه في النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান