মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২১
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইয়ামনের বাদশাহ তুব্বা' ও মদীনাবাসীদের সাথে তাঁর ঘটনা প্রসঙ্গ
(২১) সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা তুব্বা'কে গালি দিও না। কেননা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
(তাবারানী, তাবারী, হাদীসটি গরীব।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في ذكر تبع ملك اليمن وقصته مع أهل المدينة
عن سهل بن سعد (1) قال سمعت رسول الله صلى الله عليه وعلى آله وسلم يقول لا تسبوا تبعًا (2) فإنه قد كان أسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান