মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২৩
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: আমর ইব্‌ন লুহাই-এর খবর ও মূর্তিপূজার প্রচলন
(২৩) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি- আমি আমর ইবন 'আমের আল-খুযায়ীকে দেখেছি, জাহান্নামে তার নাড়ি-ভূরি হেঁচড়িয়ে চলছে। সেই সর্বপ্রথম উষ্ট্রীকূলে সায়িবা ও বাহীরার প্রচলন করেছিল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب قصة خزاعة وخروج ولاية البيت منهم إلى قصي بن كلاب وخبر عمر بن لحي وعبادة الأصنام
عن أبي هريرة (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم يقول رأيت عمرو بن عامر (الخزاعي) يجر قصبه (4) في النار، وكان أو من سيب السائبة وبحر البحيرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩ | মুসলিম বাংলা