মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং:
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: নূহ (আ)-এর সন্তান ও তাদের উদ্দেশ্যে তাঁর মৃত্যুকালীন অসিয়ত
(৮) ইমাম আহমদ বলেন, আমাকে রাওহ (রহ.) তাঁর লেখা থেকে পাঠ করে শোনান যে, তাঁকে সাঈদ ইব্‌ন আবূ 'আরুবা, তিনি কাতাদা থেকে, তিনি হাসান থেকে, তিনি সামুরা ইব্‌ন্ জুনদুব (রা) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেন, সাম হচ্ছেন আরবের পিতা; ইয়াফেছ হচ্ছেন রোমের পিতা আর হাম হচ্ছেন হাবশের পিতা।
এছাড়া রাওহ (রহ.) বাগদাদে তাঁর হেফজ থেকে আহমদকে বলেন, নূহ (আ)-এর তিন পুত্র- সাম, হাম ও ইয়াফেস।
(হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر أولاده ووصيته لهم عند وفاته
حدثنا روح من كتابه (7) ثنا سعيد بن أبى عروبة عن قتادة قال حدث الحسن عن سمرة بن جندب أن رسول الله صلى الله عليه وسلم قال سام أبو العرب، ويافث أبو الروم، (8) وحام أبو الحبش وقال روح ببغداد من حفظه ولد نوح ثلاثة سام وحام ويافث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮ | মুসলিম বাংলা